বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

জ্যোমাটো ডেলিভারি বয়কে ফের মারধোরের অভিযোগ

জ্যোমাটো ডেলিভারি বয়কে ফের মারধোরের অভিযোগ
নিজস্ব গ্রাফিক্স

বিশ্বজিৎ নাথঃ অর্ডার অনুযায়ী খাবার পৌঁছতে কিছুক্ষন দেরি হওয়ায় এক জ্যোমাটো ডেলিভারি বয়কে মারধোর করার পাশাপাশি তার মোবাইল ফোন করে দেওয়ালে ছুঁড়ে মেরে ভেঙে ফেলার অভিযোগ উঠল এক মহিলা গ্রাহকের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ালো ঘোলা থানার সোদপুরের পানশিলা আনন্দপল্লীতে। সোদপুর জোনের জ্যোমাটো বয় আক্রান্ত উজ্জ্বল দাস রাতেই ঘোলা থানায়  অভিযোগ দায়ের করেছে। ঘটনায় অভিযুক্ত মহিলা গ্রাহকের নাম মৌমিতা চক্রবর্তী। আক্রান্ত খাবার ডেলিভারি বয় উজ্জ্বল দাস জানান,  অভিযোগ, খাবার পৌঁছনোর অর্ডার পেয়ে জিপিএস লোকেশন অনুযায়ী ওইদিন রাতে সাইকেল নিয়ে সোদপুর কালীতলা মাঠ এলাকার হাজির হলাম। যদিও সাইকেলে যেতে তাঁর কিছুটা দেরী হয়। 

উজ্বলের অভিযোগ, সামান্য দেরী হওয়ার কারনে গ্রাহক মৌমিতা চক্রবর্তী প্রথমে তাকে ফোনে গালিগালাজ করেন। তা সত্ত্বেও খাবার নিয়ে তিনি নির্দিষ্ট লোকেশনে পৌঁছানোর পর, তাকে  ৫০০ মিটার দূরে অন্য লোকেশন পানশিলা আনন্দপল্লীতে যেতে বলা হয়। প্রথমে উজ্বল যেতে অস্বীকার করলেও পরে সে যায় ওই লোকেশনে খাবার দিতে। আক্রান্তের আরও অভিযোগ, খাবার নিয়ে অল্প কিছুক্ষন দেরিতে পৌঁছলে গালে থাপ্পড় মারে ওই মহিলা গ্রাহক। সাইকেলটিকে ফেলে দেয়। এমনকি হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে সেটি ছুড়ে দেওয়ালে মেরে ভেঙে দেওয়া হয়। 

এখানেই শেষ নয়, ওই খাবার ডেলিভারি বয়কে থানায় ঢুকিয়ে দেবারও হুমকি দেয় গ্রাহক মৌমিতা চক্রবর্তী।  এমনকি তাকে ওই মহিলা হুমকিও দেন বলে অভিযোগ। খবর পেয়ে সহকর্মীরা ওই গ্রাহকের বাড়ির সামনে এসে একরাশ ক্ষোভ উগরে দেন। তারপর সোদপুর জোনের জ্যোমাটো বয়রা একত্রিত হয়ে  থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হলেন জ্যোমাটো বয়রা।

Published By: Bipradip Das


Share This

0 Comments: