শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

কলকাতায় পুর-নির্বাচনে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

কলকাতায় পুর-নির্বাচনে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ
বামেদের প্রার্থী তালিকা ঘোষণা

ওয়েব ডেস্ক: আগামী ১৯-ই তারিখ কলকাতা পুরভোট যা নিয়ে রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা। তার মধ্যেই শাসক দলকে টপকে সবাইকে তাক লাগিয়ে দিলো জেলা বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশে। সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন কল্লোল মজুমদার। কলকাতায় মোট ওয়ার্ড ১৪৪ টি, তার মধ্যে বামেরা ১৫ টি ওয়ার্ডে নিজস্ব প্রার্থী দেবেনা। ওইসব ওয়ার্ড গুলিতে তারা অন্য দলের সাথে জোটে যাবে বা সমর্থনে যাবে। জেলা বাম-নেতৃত্ব জানায়, তারা এই ভোটে কলকাতা পুর-দুষন নিয়ে প্রচারে যাবে। 
  • প্রথম ৭০ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা তুলে ধরা হলোঃ- 
  1. পল্লব মুখোপাধ্যায়
  2. দেবলীনা সরকার
  3. নমিতা দাস
  4. কানাইলাল পোদ্দার
  5. রমেশ পাণ্ডে
  6. (জানা যায়নি)
  7. মোহন তাপস কুণ্ডু
  8. মাধব ঘোষ
  9. দীপিকা ভট্টাচার্য
  10. করুণা সেনগুপ্ত
  11. প্রদ্যুৎ নাথ
  12. পূবালী দেব
  13. বিরোধী দত্ত
  14. স্বপন ঘোষ
  15. দীপা সাহা
  16. সুজিত দেব
  17. মতিলাল ঘোষ
  18. শ্রাবণী চক্রবর্তী
  19. রুমা ভট্টাচার্য
  20. অজিত চৌধুরী
  21. সুজাতা সাহা
  22. জানা যায়নি 
  23. জানা যায়নি
  24. ধীরেন্দ্র পাণ্ডে
  25. মঞ্জু মোহতা
  26. জানা যায়নি
  27. তাপস প্রামাণিক
  28. পাপিয়া গাঙ্গুলী
  29. ইজাজ আহমেদ
  30. মহম্মদ সইদ
  31. শাশ্বতী দাশগুপ্ত
  32. তরুণ বসু
  33. জয়দীপ ভট্টাচার্য
  34. মণীষা বিশ্বাস
  35. জানা যায়নি
  36. সমীর চক্রবর্তী
  37. মৌসুমী ঘোষ
  38. মিঠু দাস
  39. প্রশান্ত দে (গোপাল)
  40. জানা যায়নি 
  41. কাবেরী ভট্টাচার্য
  42. নেহাল আহমেদ কাইজার
  43. প্রদীপ সিং
  44. জানা যায়নি
  45. সইদ কাশিমুদ্দিন
  46. জানা যায়নি
  47. অনুশা আকবর
  48. জানা যায়নি
  49. অন্বষা দাস
  50. জানা যায়নি
  51. জানা যায়নি
  52. রেবতী জানা
  53. রুকসানা বেগম
  54. জানা যায়নি
  55. জহাঙ্গির মণ্ডল
  56. চৈতালী ভৌমিক নায়ার
  57. জয়শ্রী দেব নন্দী
  58. (জানা যায়নি)
  59.  (জানা যায়নি)
  60. ৫৯ রমা কর বসু
  61. ৬০ মাঞ্জার এহসান
  62. (জানা যায়নি)
  63. (জানা যায়নি)
  64. মহম্মদ সিরাজ খান
  65. মহম্মদ আজম জাভেদ
  66. অনুলেখা সিনহা
  67. সাকিব আখতার
  68. দীপু দাস
  69. ডরথি ভৌমিক ঘোষাল
  70. গোপাল হাজরা 
Published By: Bipradip Das 

Share This

0 Comments: