সোমবার, ২২ নভেম্বর, ২০২১

রেশন ব্যাবস্থা বহাল রাখার দাবিতে জলপাইগুড়িতে ডেপুটেশন

রেশন ব্যাবস্থা বহাল রাখার দাবিতে জলপাইগুড়িতে ডেপুটেশন
কো-অর্ডিনেটর অম্লান মুন্সী

সজল দাশগুপ্তঃ রেশন ব্যাবস্থা বহাল রাখার দাবিতে সোমবার জলপাইগুড়ি জেলা খাদ্য ও  সরবরাহ দপ্তরে স্মারকলিপি প্রদান করা হল পুরসভার তিন টি ওয়ার্ডের মধ্যে ১২,১৪ ও ২৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটররা ।তাদের দাবি দুয়ারে রেশন ব্যাবস্থা চালু করায় সাধারণ মানুষকে চরম অসুবিধার মধ্যে পড়তে  হচ্ছে বলে দাবি করেন তারা। পুরসভার ২৪নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অম্লান মুন্সী বলেন অবিলম্বে  প্রকৃত অর্থে মানুষের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে  দিতে হবে। কখনোই খোলা আকাশের নিচে পাড়ার মোড় থেকে রেশন সরবরাহ করা চলবে না। 

বাংলার মানুষ রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে অভ্যস্ত। আবার বাংলার কোন প্রান্ত থেকেই দুয়ারে রেশন পৌছিয়ে দেওয়ার কোন দাবি করা হয়নি। শুধুমাত্র অন্য রাজ্যকে  নকল করতে গিয়েই মুখ্যমন্ত্রী যে ভাবে একটি তুঘলকি সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দিয়েছেন তা গণতন্ত্র বিরোধী। তাই মানুষের কাছে ক্ষমা চেয়ে এই সিদ্ধান্ত প্রত‍্যাহার করে রেশন ব‍্যবস্থাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক বলে জানান অম্নান মুন্সী। উপস্থিত ছিলেন পুরসভার ১৪নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর বিমল পাল চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ড কো- অর্ডিনেটর বনো সরকার । 

Published By: Bipradip Das 


Share This

0 Comments: