বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

দুয়ারে রেশন প্রকল্পে ৪২ হাজার কর্মসংস্থান হবে

দুয়ারে রেশন প্রকল্পে ৪২ হাজার কর্মসংস্থান হবে
দুয়ারে রেশন প্রকল্প

কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দুয়ারে রেশন প্রকল্পে কর্মসংস্থানের দিশা দেখালেন, নিয়োগ হবে রাজ্য জুড়ে বিয়াল্লিশ হাজার জন কর্মী, মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গাড়িতে রেশন নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে একদম দুয়ারে রেশন পৌঁছে দেবেন রেশন ডিলাররা৷ রাজ্যে এখন পর্যন্ত মোট একুশ হাজার রেশন ডিলার রয়েছেন৷ তাহলে হিসাব মতো প্রত্যেক ডিলার দু' জন করে কর্মী রাখতে পারবেন বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ ফলে বিয়াল্লিশ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হল৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এক একজন কর্মীর বেতন হবে দশ হাজার টাকা করে৷ বেতনের অর্ধেক খরচ দেবে রাজ্য সরকার৷

  • Updated On: 17/11/2021, 09:45AM 
  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: