বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বিএসএফের সঙ্গে রাজ্য সরকারের দুরুত্ব তৈরির জন্য মোদী সরকার দ্বায়ী

বিএসএফের সঙ্গে রাজ্য সরকারের দুরুত্ব তৈরির জন্য মোদী সরকার দ্বায়ী
ভারতীয় বিএসএফ

কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তির পরই সীমান্ত রক্ষী বিএসএফের সঙ্গে রাজ্য সরকার গুলির সাথে দুরুত্ব তৈরি হয়। ফলস্বরুপ, গত মঙ্গলবার বিধানসভাতে বিএসএফ বাহিনীর এক্রিয়া বৃদ্ধি নিয়ে বিরোধী বিল পাশ হয়। এরপরই সাংবাদিক বৈঠক করে বিএসএফের এডিজি ওয়াই বি খুরানা জানালেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের এক্তিয়ার বৃদ্ধি হয়েছে বটে৷ কিন্তু ক্ষমতা বৃদ্ধি হয়নি৷ এই পাশ হওয়া প্রস্তাবের দিকে সাড়া দেয় তৃণমূল কংগ্রেস সহ বামফ্রন্ট এবং কংগ্রেস সহ অনন্য দল একমাত্র আইএসএফ (ISF) এর বিধায়ক নওশাদ সিদ্দিকি ছাড়া।  

 তৃণমূল কংগ্রেস দাবি করে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে রাজ্য সরকারের পুলিশি অধিকারের দিক হাত বাড়াচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী। এও উল্লেখ যে, এই সিদ্ধান্ত নেবার আগে রাজ্য সরকারের সাথে আলোচনা করাই প্রধান উচিত কাজ ছিলো মোদী সরকারের কিন্তু তা করেননি। বরং খর্ব করা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে৷  

  • Updated On: 17/11/2021, 12:26PM 
  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: