সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

গরু বা বলদ ছাড়া ভারতবর্ষের অর্থনীতি পোক্ত করা সম্ভব না: বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান

গরু বা বলদ ছাড়া ভারতবর্ষের অর্থনীতি পোক্ত করা সম্ভব না: বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান
নিজস্ব গ্রাফিক্স 

নিজস্ব সংবাদঃ দেশে পেট্রোল-ডিজেল সহ সবজির পাশাপাশি মাছ-মাংসের যেভাবে দাম দিন-দিন বাড়ছে তাতে গরিব মানুষদের মাথায় হাত! এদিকে জাতীয় সম্পদ বিক্রি করছে নরেন্দ্র মোদী সরকার। এমন অসস্থিকর পরিবেশের মধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ফের হাস্যকর মন্তব্য করে বসলেন যা নিয়ে দেশীয় রাজনীতিতে চরম অস্বস্থিকর অবস্থা সৃষ্টি হয়েছে। 

গত রবিবার মুখ্যমন্ত্রী এক মহিলা শাখার সংগঠনের সভায় এসে বলেন, ‘‘গরু বা বলদ ছাড়া অনেক কাজই এগোতে পারে না। এরা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গরু ও তাদের গোবর, গোমূত্র সব রাজ্য এমনকী দেশের অর্থনীতিকেও শক্তিশালী করতে পারে।’’ এভাবেই ভারতবর্ষের অর্থনীতি পোক্ত করতে গোবর-গোমূত্র তত্ত্বের কথা জানালেন বিজেপি মুখ্যমন্ত্রী।

শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন দিন- নিউজ ভারত বাংলা পত্রিকা
Updated on: 10:38AM -2021 
Published By: Bipradip Das

Share This

0 Comments: