শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

অনাহারে দিন কাটছে কুন্তিঘাটের রেয়ন শ্রমিকদের, কর্ণপাত নেই রেয়ন কর্তৃপক্ষের

কুন্তিঘাটের রেয়ন কারখানা
কুন্তিঘাটের রেয়ন কারখানা

নিজস্ব সংবাদঃ পাঁচ মাস ধরে বন্ধ হুগলির কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানা। অনাহারে দিন কাটছে শ্রমিকদের। বেকার হয়ে পড়েছেন শত-শত মানুষ। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ঘরে দীর্ঘ টানা চারবার বৈঠক সেড়ে ফেলেছেন মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়ন পক্ষ, হঠাৎ শ্রমিকরা লক্ষ করেন কারখানায় কয়েকটি ট্রাক ঢুকেছে তা দেখেই শ্রমিকরা বিক্ষোভ করেন সেই বিক্ষোভে যোগ দেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। 

জানা যায়, আলোচনাতে মালিকপক্ষ জানায়, কারখানায় যে সব শ্রমিকের বয়স বর্তমানে ৪৮-৫৮ মধ্যে হয়ে গিয়েছে। তাঁদের এখন ছাঁটাই করা হবে। বিনিময়ে তাঁদের তিন লক্ষ টাকা করে দেওয়া হবে। কিন্তু রেয়ন কর্তৃপক্ষের এহেন মন্তব্যে কেউ রাজি হয়নি বরং সবার একটাই দাবি কারখানা খুলতে হবে কিন্তু মালিকপক্ষ তাদের সিদ্ধান্তে অনড়। 

রেয়ন মালিক পক্ষের এহেন সিধান্তের প্রসঙ্গে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সংবাদমাধ্যমকে জানান, কোম্পানির মালিক পক্ষের স্পর্ধা দেখে অবাক হতে হয় আমাদের, রাজ্যের সরকার কিংবা মন্ত্রীর কথায় কর্ণপাত করছেন না। কিন্তু আমাদের সরকার আছে। মুখ্যমন্ত্রী আছেন এখনও তিনি সব দিকে নজর রেখেছেন।    

  • Published on
  • 05/11/2021 21:31
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: