শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

গুরু নানকের জন্মদিবসে মোদীর ভোকাল টনিক, আগামী বছরেই বিধানসভা ভোট

গুরু নানকের জন্মদিবসে মোদীর ভোকাল টনিক, আগামী বছরেই বিধানসভা ভোট
নিজস্ব গ্রাফিক্স ছবি

নিজস্ব সংবাদঃ গত এক বছর ধরে বিশেষ করে বাম-ডান কৃষক সংগঠনগুলির দ্বারা প্রভাবিত হওয়া কৃষকরা দিনের পর দিন রাস্তায় অনশন ও দিল্লীর রাজপথে আন্দোলন করতে দেখা গিয়েছিল। অবশেষে সেই বিতর্কিত তিন কৃষি আইন ভারত সরকার প্রত্যাহার করে নিল। শুক্রবার গুরু নানকের জন্মদিবসে একথা ঘোষণা করেন তিনি বলেন, আমাদের উদ্দেশ্য সৎ ছিলো কিন্তু কিছু কৃষককে আমরা এই আইনের সুফল বোঝাতে পারিনি।   

উল্লেখ্য যে, আগামী বছরেই পঞ্জাব এবং উত্তরপ্রদেশ রাজ্যের বিধানসভা ভোট আর তার আগেই বিশেষ করে গুরু নানকের জন্মদিবসে এমন সিদ্ধান্তের ঘোষণা করাকে রাজনৈতিক মহলে যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। কেননা কৃষক আন্দোলনে যারা ছিলেন তাদের মধ্যে শিখ এবং জাঠ জনগোষ্ঠীর সংখ্যার পরিমান ছিল বেশী, এছাড়াও জাতীর উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেন, ‘‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক, এখন কেউ কাউকে দোষারোপের সময় নয়’’।  

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: