বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

রাম-রাজ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দরের শিলান্যাস মোদীর

রাম-রাজ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দরের শিলান্যাস মোদীর


সজল দাশগুপ্তঃ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন। আর তাতেই রাজ্যের উন্নয়নকেই প্রধান হাতিয়ার করে বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে বিজেপি সরকার সহ কেন্দ্রীয় নেতারা। আজ বৃহস্পতিবার গৌতমবুদ্ধ নগরে অবস্থিত নয়ডা(Noida) আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেন মোদী। 

জানা যায়, ১৩০০ হেক্টর জমির উপর এই বিমানবন্দর তৈরি হবে। আগামী ২০২৪ সালের মধ্যেই সম্পূর্ণ বিমানবন্দরের রুপ পাবে নয়ডা(Noida) আন্তর্জাতিক বিমানবন্দর। যা বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দর হবে, এই বিমানবন্দর বছর ১.২ কোটি যাত্রী পরিষেবা দিতে সক্ষম বলে জানা যায়।   

প্রধানমন্ত্রী বলেন, “২০ বছর আগে উত্তর প্রদেশের বিজেপি সরকার এই বিমানবন্দর নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন আজ সার্থক হচ্ছে। এর আগে যাঁরা সরকারে ছিলেন, তাঁরা তৎকালীন কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছিলেন, এখানে বিমানবন্দর দরকার নেই। কিন্তু ডবল ইঞ্জিন সরকারের কাজ করার ফলে এখন ‘উত্তর প্রদেশ মানেই উত্তম সুবিধা’। 

Published By: Bipradip Das 


Share This

0 Comments: