বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

CivicPollsTripura: ত্রিপুরায় গিয়ে বিস্ফোরক দাবি তৃনমূলের ঘরওয়াপসি রাজীবের

CivicPollsTripura: ত্রিপুরায় গিয়ে বিস্ফোরক দাবি তৃনমূলের ঘরওয়াপসি রাজীবের
রাজীব বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: সকাল থেকে রাজ্য জুড়ে ত্রিপুরা-পুরভোটে লাগামহীন সন্ত্রাস করেছে বিজেপি, এমনটাই অভিযোগের ভিত্তিতে পুনরায় নির্বাচনের দাবি করে তৃণমূল-কংগ্রেস, এ নিয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, তাই আগামী কাল সুপ্রিম কোর্টে এই পুনরায় নির্বাচনের দাবি নিয়ে যাবে বলে জানিয়েছ ত্রিপুরা রাজ্যের তৃণমূল নেতৃত্ব। 

এদিকে বিজেপি ত্যাগী তৃণমূল ঘরওয়াপসি রাজীব বন্দ্যোপাধ্যায় দলীয় নির্দেশে আগরতলায় গিয়ে ভোট পরিদর্শন করেন, সেখানে গিয়ে বলেন, "ত্রিপুরায় গণতন্ত্র নেই তা আমরা প্রথম থেকেই বলেই আসছি৷ আমাদের প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছেন৷ সাধারণ মানুষ ভোট দিতে পারেননি৷ কারণ, সাধারণ মানুষ ভোট দিতে ক্ষমতা চলে যাচ্ছে বলে ভোট দিতে দেওয়া হয়নি৷ পুলিস কোথায় নিরপেক্ষ? তাঁরা তো পক্ষ নিয়েই ভোট করিয়েছে৷ নির্বাচন কমিশনও কোনও ভূমিকা পালন করিনি৷ আজকের ভোট থেকে এটুকু পরিষ্কার বিজেপি তৃণমূলের ভয়ে ভীত সন্ত্রস্ত৷ আজ বিজেপি যা করেছে, তাতে নিজেদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল বিজেপি ৷’ রাজীবের আরও অভিযোগ, ‘বিজেপির গুণ্ডা বাহিনীর দ্বারা তৃণমূলের ৮ জনের বেশি প্রার্থী আক্রান্ত৷ আজকে তৃণমূল যা করেছে, তাতে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে৷ 

Published By: Bipradip Das 


Share This

0 Comments: