শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

‘খেলা হবে’-র অনুপ্রেরণায় সমাজবাদী পার্টির ‘খদেড়া হইবে’

‘খেলা হবে’-র অনুপ্রেরণায় সমাজবাদী পার্টির ‘খদেড়া হইবে’
অখিলেশ যাদব

ওয়েব ডেস্ক: সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। এদিকে বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচন মানেই 'খেলা হবে'। ছোটো নেতা থেকে এমনকি মমতার মুখেও খেলা হবে স্লোগান ছিল। এবার সেই খেলা হবে স্লোগানকে সামনে রেখে লড়ার ইঙ্গিত উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির। এবার সেই লক্ষ্যে এ বার ‘খেলা হবে’-র অনুপ্রেরণায় সমাজবাদী পার্টির ‘খদেড়া হইবে’। তবে এটি অওয়ধি ও ভোজপুরির মিশেলে এই গান তৈরি হয়েছে। উত্তরপ্রদেশে দিন কয়েক আগে মোদী এসে বিশ্বের চতুর্থতম বিমানবন্দরের শিল্যান্যাস করে বলেছিলেন, "উত্তরপ্রদেশ মানেই উত্তম সুবিধা’। ইতিমধ্যেই একের পর এক উন্নয়নকে সামনে রেখে ডবল ইঞ্জিনের উবাচকে মনে করিয়ে ভোট প্রচারে নেমেছে বিজেপির শীর্ষ নেতারা। 

সমাজবাদী পার্টি তাদের থিম সঙের ভিতর ভোজপুরি মেশানো হয়েছে কারণ, উত্তরপ্রদেশ রাজ্যের ভোজপুরি ভোট টানতে। এদিকে গেরুয়া শিবিরকে টেক্কা দিতে সমাজবাদী প্রধান অখিলেশ যাদবের সঙ্গে জোটের ইঙ্গিত দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

Published By: Bipradip Das 


Share This

0 Comments: