বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

মিশরে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার সূর্য মন্দির

মিশরে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার সূর্য মন্দির
উদ্ধার সূর্য মন্দির

সজল দাশগুপ্তঃ মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পূর্ব এলাকায় প্রত্নতাত্ত্বিক বিদরা খোড়াখুড়ির সময় শতাব্দী প্রাচীন একটি সূর্য মন্দিরের হদিশ পেয়েছে।প্রসঙ্গত এ বিষয়ে জানা গিয়েছে মিশরের ফেরাওদের 6 টি সূর্য মন্দিরের মধ্যে অন্যতম এই সূর্য মন্দির এই সূর্য মন্দির টি। শতাব্দী প্রাচীন 6টি সূর্য মন্দিরের মধ্যে এখনো পর্যন্ত দুইটি সূর্য মন্দির আবিষ্কার করা গিয়েছে। প্রত্নতাত্ত্বিকবিদরা এই বিষয়ে আরও জানিয়েছেন আবিষ্কৃত সূর্য মন্দিরটির মধ্যে একটি বড় স্তম্ভ রয়েছে। এবং বিশাল লম্বা একটি জায়গা রয়েছে , অনুমান করা যায় এখানে সূর্যদেবের আরাধনা করা হতো।

  • Updated On: 17/11/2021, 6:08PM
  • Published By: Bipradip Das


Share This

0 Comments: