বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

ত্রিপুরার অশান্তি ঠেকাতে আরও দু'ই কোম্পানি যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ত্রিপুরার অশান্তি ঠেকাতে আরও দু'ই কোম্পানি যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
ভারতের সুপ্রিম কোর্ট

সজল দাশগুপ্তঃ ত্রিপুরাতে বারংবার নির্বাচনী প্রচারে বাধা নিয়ে তৃণমুল আগেই সুপ্রিম কোর্টে গেছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চায় বিরোধী দল সিপিআইএম সহ তৃণমূল-কংগ্রেস। আজ সকাল সাতটা থেকে ত্রিপুরা রাজ্যের রাজধানীতে আগরতলায় ভোট গ্রহণ শুরু হয়। যা বেলা চারটে অবধি ভোট গ্রহণ চলবে রাজ্য জুড়ে। আর তাতেই ত্রিপুরাতে ভোটের অশান্তি। খবর পেয়েই সুপ্রিম কোর্ট আর দু'ই কোম্পানি পাঠানোর নির্দেশ, জানা যায়। ভোট গণনা শেষ না হওয়া অবধি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ত্রিপুরা রাজ্যে। গোটা প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয়। তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর নির্দেশও দেওয়া হয় ত্রিপুরা পুলিশকে। কোনওরকম পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশকে। সেখানে তৃণমূলের তরফে দেওয়া প্রার্থী ও কর্মীদের উপর মারধোর ও আক্রমণের খবর পাওয়া গেছে। 

Published By: Bipradip Das


Share This

0 Comments: