শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

বাংলা থেকে সন্ত্রাস ত্রিপুরায় নিয়ে যাচ্ছে: দিলীপ ঘোষ

বাংলা থেকে সন্ত্রাস ত্রিপুরায় নিয়ে যাচ্ছে: দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ 

বিশ্বজিৎ নাথ: বাংলা থেকে তৃণমূল সন্ত্রাস বয়ে নিয়ে ত্রিপুরায় যাচ্ছে। শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে বেরিয়ে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।কলকাতা পুর ভোটের দিনক্ষণ ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের কাছে এটা একটা কম্পেলসন যেহোক করে কলকাতা জিততে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতারা সংযোজন, কোর্টে কেস চলছে। 

হেয়ারিং হচ্ছে। আবার ইলেকশন কমিশনকে দিয়ে নির্বাচন ঘোষণা করা হচ্ছে। আসলে রাজ্য ইলেকশন কমিশন রাজ্য সরকার চালায়। তাই রাজ্য সরকার ইচ্ছে মতো সবকিছু করছে। দিলীপ ঘোষের কথায়, পশ্চিমবঙ্গে কোনও ভোটই শান্তিতে হয় না। কোনওদিন শান্তিতে হবেও না। এটা পশ্চিমবাংলায় কালচার হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরায় নির্বাচনে বিরোধীদের সন্ত্রাস অভিযোগ প্রসঙ্গে তার জবাব, ওখানে কোনও সন্ত্রাস হয়নি। ওখানে তৃণমূল তো ঠিকমতো প্রার্থীই দিতে পারেনি। আসলে ওরা বাংলা থেকে সন্ত্রাস ত্রিপুরায় নিয়ে যাচ্ছে।

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: