রবিবার, ২১ নভেম্বর, ২০২১

বিশ্বের সবচেয়ে খাটো নদীর নাম কি জানেন!

বিশ্বের সবচেয়ে খাটো নদীর নাম কি জানেন!
খাটো নদীর ছবি

ওয়েব ডেস্কঃ বিশ্বের সবচেয়ে খাটো নদীর স্বীকৃতি পেয়েছে মঙ্গোলিয়া দেশের হুয়ালাই নদী । এই নদীর গড় প্রস্থ ১৫ সেন্টিমিটার, সবচেয়ে সরু পয়েন্টটি ৪ সেন্টিমিটার চওড়া। এই নদী এক লাফে পার হওয়া যায়। তবে এই নদীর দৈর্ঘ্য কিন্তু কম নয় মোট দৈর্ঘ্য ১৭ কিলোমিটার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন মাটির নিচের জলস্তর থেকে মূলত এই নদীর উৎপত্তি হয়েছে। সারাবছর নদীতে জল থাকে একই রকম। শুধু সারা বছর নয় এই নদীর উৎপত্তি সময় থেকে এখনো পর্যন্ত নদীর জলের পরিমাণ একই রকম। মূলত এই নদীর জল কৃষি কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

Published By: Bipradip Das 


Share This

0 Comments: