সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

জলপাইগুড়িতে বিভিন্ন স্কুলে জোরকদমে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ

জলপাইগুড়িতে বিভিন্ন স্কুলে জোরকদমে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ
স্কুলের ভূগোল শিক্ষক

সজল দাশগুপ্তঃ দীর্ঘদিন পর খুলতে চলেছে স্কুল। কিন্তু গত প্রায় 2 বছরে স্কুল প্রাঙ্গন থেকে ক্লাসরুম গুলো নোংরা আবর্জনা ও ধুলোতে ভরে গেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুলগুলি ব্যাস্ত হয়ে পড়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে। এমনি দৃশ্য দেখামিললো জলপাইগুড়ি শহর সংলগ্ন কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাইস্কুলে। সোমবার স্কুলের ভূগোল শিক্ষক কামলেন্দু মল্লিক জানান তাঁদের স্কুলে প্রায় ১৪০০ ছাত্র ছাত্রি পড়াশোনা করে, তাঁদের ক্লাসরুম গুলোও বেশ বড়সড় তাই তারা ইতিমধ্যে অনেক রুম পরিষ্কার করে স্যানিটাইজাশন করে ফেলেছে কিন্তু আরো কিছু রুম আছে যেগুলো সোমবার পরিষ্কার করা ও স্যানিটাইজাশন করার কাজ চলছে জেলার অন্যান্য স্কুলগুলোও। যেহেতু স্কুল প্রাঙ্গন পেরিয়ে সকলকে স্কুলে প্রবেশ করতে হয় তাই তারা সবার প্রথমে স্কুল প্রাঙ্গন পরিষ্কার করে দিয়েছেন। স্কুলের কিছু ভাঙা চেয়ার ব্যাঞ্চএর মেরামতি ও কিছু নতুন চেয়ার ব্যাঞ্চ তৈরির কাজ চলছে। তিনি জানান নির্দিষ্ট দিনেই তারা স্কুলে ও পঠন পাঠন শুরু করবেন।

  • Published By: Bipradip Das
Tags: #Jalpaiguri | #covid_india 


Share This

0 Comments: