শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

১৯৪৭ সালের ভারত নয় এটা, হিন্দু হয়ে থাকতে হলে ভারতকে "অখন্ড ভারত" হিসেবে থাকতে হবে: সংঘ প্রধান মোহন ভাগবত

১৯৪৭ সালের ভারত নয় এটা, হিন্দু হয়ে থাকতে হলে ভারতকে "অখন্ড ভারত" হিসেবে থাকতে হবে: সংঘ প্রধান মোহন ভাগবত
সংঘ প্রধান মোহন ভাগবত

ওয়েব ডেস্ক: আজ গোয়ালিয়রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত ‘অখন্ড ভারত’ -এর প্রসঙ্গ তুলে বলেন, হিন্দুদের হিন্দু হয়ে থাকতে হলে ভারতকে "অখন্ড ভারত" হিসেবে থাকতে হবে, ১৯৪৭ সালের ভারত নয় এটা। ভারত ভাগের যন্ত্রনা আমাদের ভুলে যাবার নয়, এখানে “ভারত আর হিন্দু আলাদা নয়। “এখন এটা লক্ষ্য করা গেছে যে আজকাল হিন্দুদের সংখ্যা কমছে। হিন্দুদের শক্তিও হ্রাস পেয়েছে-হিন্দুত্বের আবেগ কমে গিয়েছে।” আর তারপরেই তিনি বলেন, “ভারত হিন্দুস্তান, এবং হিন্দু এবং ভারত আলাদা হতে পারে না।” তিনি আরও বলেন ১৮৫৭ সালের বিদ্রোহের পর হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদের প্রচার করেছিল।

Published By: Bipradip Das 


Share This

0 Comments: