সোমবার, ৮ নভেম্বর, ২০২১

বাংলার মানুষের প্রশ্ন, "পশ্চিমবঙ্গে কেন এখনও ভ্যাট কমায়নি"?

বাংলার মানুষের প্রশ্ন, "পশ্চিমবঙ্গে কেন এখনও ভ্যাট কমায়নি"?
প্রতিকি ছবি

নিজস্ব সংবাদঃ সম্প্রতি দেশে কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে। জানা যায়, লিটার প্রতি পেট্রোলের দাম কমল ৫ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম কমল ১০ টাকা। কেন্দ্রীয় সরকার শুল্ক কমানোর পর ভারতের ২২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলে নিজেদের ভ্যাট-ও(VAT) কমিয়েছে। কিন্তু তৃণমূল শাসিত রাজ্যে এখনও ভ্যাট(VAT) কমায়নি। শুধু পশ্চিমবঙ্গ নয় মহারাষ্ট্র রাজ্য, দিল্লি রাজ্য, তামিলনাড়ু রাজ্য, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা রাজ্য সহ আরও ১৪টি রাজ্য এখনও কুশব্দ দেয়নি, এদিকে বাংলায় ভ্যাট(Vat) না কমানোর জন্য রাজ্য বিজেপি একে হাতিয়ার হিসেবে রাস্তায় নেমেছে। 

উল্লেখ্য যে, সাধারণ মানুষ তো রাজনীতির অত আঁকিবুঁকি বোঝে না! তারা চায়, সব জিনিসের দাম কমুক এতেই তাদের শান্তি। তা কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার, এদিকে যেমন বাংলাতে বিজেপি ভ্যাট না কমানোকে কেন্দ্র করে তৃনমূলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে অন্যদিকে আবার তৃণমূল বিজেপির বিরুদ্ধে নেমেছে রাস্তায় কেননা বিগত পনেরো -কুঁড়ি দিন ধরে রান্নার গ্যাসের দাম বেড়েছে হুহু করে এমনকি একলাফে ২০০-২৫০ টাকা। 

  • Published on:
  • 08/11/2021 16:23   
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: