মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

Story News: জন্মের পরের থেকেই কানে শুনতে পারেন না, আজ দেশের বিখ্যাত ড্রেস ডিজাইনার, রাষ্ট্রপতির হাতে পুরুস্কার প্রাপ্ত

Story News: জন্মের পরের থেকেই কানে শুনতে পারেন না, আজ দেশের বিখ্যাত ড্রেস ডিজাইনার, রাষ্ট্রপতির হাতে পুরুস্কার প্রাপ্ত
রাষ্ট্রপতির হাতে পুরুস্কার প্রাপ্ত সুন্দরবনের ছেলে

নিউজ ভারত বাংলা,ওয়েব ডেস্ক: জন্মের পরের থেকেই বাকশক্তি নেই এবং কানে শুনতে পারেন না সুন্দরবনের হাসনাবাদ ব্লক সংলগ্ণ গ্রামের বাসিন্দা মোঃ আবু । শিক্ষক পরিবারে জন্ম নেওয়ার পরেও পড়াশোনার জীবন তা রীতিমতো প্রতিবন্ধকতার কিন্তু তবুও তাকে থামানো সম্ভব হয়নি। আজ থেকে ঠিক 18 বছর আগে একটি সংবাদ মাধ্যমে তার মত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন লেখা হয়। সেখান থেকেই তিনি সরকারি ঋণের সুবিধা জানতে পারেন। একটি প্রকল্প থেকে 500 টাকা ঋণ নিয়ে শুরু করেন ব্যবসা। তিনি টেলার হিসাবে প্রথমে কর্মজীবন শুরু করেছিলেন। বর্তমানে আজ তিনি একজন বিখ্যাত ড্রেস ডিজাইনার। রাজ্য তো বটেই রাজ্যের বাইরে তার যথেষ্ট নাম রয়েছে। একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।

তিনি বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এই প্রসঙ্গে তিনি জানান যারা টেলারিং এর কাজ এবং ড্রেস ডিজাইন এর কাজ শিখতে চান তাদের পাশে তিনি সব সময় থাকবেন। এছাড়া তার ইচ্ছা রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য বিদ্যালয় নির্মাণ করা। যাতে তারা সেখানে সঠিকভাবে পড়াশোনা করতে পারেন। বর্তমানে তিনি একটি টেলারিং এর প্রতিষ্ঠান খুলেছেন, যেখানে প্রচুর মানুষ কাজ করে রুজি রোজগার করেন। প্রতিবন্ধকতা থাকলেও যদি মনে আত্মবিশ্বাস থাকে তাহলে কোন কিছুই যে আটকাতে পারে না তার সাক্ষ্য প্রমাণ মোঃ আবু।

  • Published By: BIPRDAIP DAS 


Share This

0 Comments: