রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

Kolkata Civic Polls: সোমবার জানা যাবে কলকাতা পুর-ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা!


সোমবার জানা যাবে কলকাতা পুর-ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা!
কেন্দ্রীয় বাহিনী

ওয়েব ডেস্ক: কয়েকদিন বাদেই কলকাতা পুর-ভোট! আর সেই ভোটে পুলিশি নিরাপত্তা কেমন হবে তার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই রিপোর্ট ইতিমধ্যে কলকাতা পুলিশ নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দল বারংবার অভিযোগ করে এসেছে পুর-নির্বাচন চলাকালীন রাজ্য পুলিশ রাজ্য সরকারের সাথে পক্ষপাতীত করা সম্ভবনা থাকতে পারে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় বাহিনীর পক্কে সওয়াল করেছে।


জানা যায়, কলকাতা পুলিশ ভোট দিনে ৩৭ হাজার রাজ্য পুলিশ উপস্থিত থাকবে। কলকাতায় এখন ৫ হাজার ১২৭ টি বুথ আছে। প্রতিটি বুথে ১ জন সাব-ইন্সপেক্টর, ১ জন এএসআই ও ২ জন সশস্ত্র পুলিশ ছাড়াও ২ জন কন্সটেবল থাকবে। তাও বিজেপি কেন্দ্রীয় বাহিনী আনার দাবি জানিয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছে। তবে আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশন তাদের তরফে নিজস্ব সিদ্ধান্ত জানাবে। 

Published By: Bipradip Das


Share This

0 Comments: