বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

Locket Chatterjee: "নিখোঁজ সাংসদ লকেট চ্যাটার্জির সন্ধান চাই, পান্ডুয়াতে পোস্টার নিয়ে চাঞ্চল্য

Locket Chatterjee: "নিখোঁজ সাংসদ লকেট চ্যাটার্জির সন্ধান চাই, পান্ডুয়াতে পোস্টার নিয়ে চাঞ্চল্য
সাংসদ লকেট চ্যাটার্জি (ফাইল ছবি)

ওয়েব ডেস্ক: গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ রত্না দে নাগকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন মহিলা বিজেপির রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জি। গতকাল থেকে পান্ডুয়া জুড়ে পোস্টার দেখা যাচ্ছে "নিখোঁজ সাংসদ লকেট চ্যাটার্জি"। এদিকে বহুদিন ধরেই সাংসদকে দেখেননি এলাকায় মানুষ। তবে পোষ্টার প্রসঙ্গে লকেট চ্যাটার্জি জানান, "আমি দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছি উত্তরাখণ্ড বিধানসভা ভোটের জন্য, এতদিন সংসদ অধিবেশনের জন্য দিল্লীতে ছিলাম। পোস্টার কে লাগিয়েছে তা এখনও জানা যায়নি। 

Locket Chatterjee: "নিখোঁজ সাংসদ লকেট চ্যাটার্জির সন্ধান চাই, পান্ডুয়াতে পোস্টার নিয়ে চাঞ্চল্য
নিখোঁজ সাংসদ লকেট চ্যাটার্জির সন্ধান চাই নিয়ে পোস্টার

এদিক পান্ডুয়া ব্লক সভাপতি অসিত চট্টপাধ্যায়ের বক্তব্য, "এমন পোষ্টার আগেই লাগানো উচিত ছিলো। ওনাকে দীর্ঘদিন দেখেননি পান্ডুয়ার মানুষ। করোনাকালীন, আমফান বা কোনো আপদকালীন তাকে দেখেননি এলাকায় মানুষ। হয়ত, এলাকায় মানুষ সাংসদকে নয়া দেখেতে পেয়ে এহেন পোস্টার লাগিয়েছে। তৃণমূলের ব্লক সভাপতির এহেন বক্তব্যের প্রসঙ্গে সাংসদ জানান, "পোস্টার লাগানোর পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে! সাংসদের বদনাম করার চেষ্টা চলছে, কিন্তু আমার সাথে বিজেপি কর্মী এবং রাজ্য নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে"। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: