বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ছয় মাস পর কুন্তিঘাটের কেশোরাম রেয়ন খুললো, বেঁধে দেওয়া হল বিশেষ শর্ত

after-six-months-reopen-kuntighat-kesoram-rayon-factory
কুন্তিঘাট কেশোরাম রেয়ন

সজল দাশগুপ্ত: ২০২১ -সালের ২২শে জুন বন্ধ হয়েছিল কেশোরাম রেয়ন(Kesoram-Rayon)। বন্ধ হবার দিন থেকে একাধিক বৈঠক পর সাথে লাগাতার আন্দোলনের মাধ্যমে অবশেষে হুগলির কুন্তিঘাটের কেশোরাম রেয়ন(Kuntighat-Kesoram-Rayon) ছয় মাস পর গেটের তালা খুললো। তবে কর্তৃপক্ষ আগে-ভাগে জানিয়ে দিয়েছে, কারখানার বর্তমানে যেসব শ্রমিকরা ৪৫ বছর বয়স হয়েছে তাদের ইতিমধ্যে অবসর নিতে হবে। এবং তাদের কোম্পানির পক্ষ থেকে ৩ লাখ টাকা শ্রমিকদের দেওয়া হবে এবং পরে তাদের বিশেষ কোনো সুবিধা দেওয়া হবেনা। মাঝে শোনা গিয়েছিলো ডাম্পারে করে মেশীন খুলে নিয়ে যাবার অভিযোগ। তবে ঘটনা সূত্রে জানা গিয়েছে, কারখানার খোলার কিছু শর্ত দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। যেসব শ্রমিকদের বয়স ৫৩ তারা স্বেচ্ছায় অবসর নিতে পারবে এবং অবসরের পর পাবেন ৬ লক্ষ ৭৫ হাজার টাকা। সাথে নিজের কাজের 'নমিনি' কাউকে করতে পারবেন যিনি পরবর্তীকালে কারখানায় চাকরি করতে পারবেন। তবে যেসব শ্রমিকদের বয়স ৬০ এর উপর তারা আর কোনো নমিনি করতে পারবেন না। এমনটাই জানিয়েছে কারখানার পাঁচ শ্রমিক সংগঠন। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: