সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

নৈহাটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে শিক্ষকদের জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে

allegations-of-forcible-withdrawal-of-nomination-papers-of-teachers-in-the-election-of-teacher-representatives-in-naihati-are-against-outsiders
অভিযুক্তকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে

বিশ্বজিৎ নাথ: মঙ্গলবার হাজিনগর আদর্শ হিন্দি বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন। সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষকের সামনেই একদল বহিরাগত ঢুকে তান্ডব চালায়। মনোনয়ন জমা দেওয়া দুইজন শিক্ষককে মারধোর এবং বাকিদের ধাক্কা মারে বহিরাগতরা। আক্রান্ত শিক্ষকদের অভিযোগ, শারীরিক নিগ্রহ করে ভয় দেখিয়ে আটজন শিক্ষককেই মনোনয়ন প্রত্যাহার করতে ওরা বাধ্য করায়। এমনকী স্কুলের প্রধান শিক্ষক পিওনকে দিয়ে নিজের কেবিনে ডাক করিয়ে বহিরাগতদের দিয়ে মনোনয়ন প্রত্যাহার করাতে বাধ্য করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে স্কুলে উত্তেজনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে নৈহাটি থানার অধীনস্থ গরিফা আউট পোস্টের পুলিশ। শিক্ষকরা সম্মিলিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও প্রধান শিক্ষক এ কে রায় বলেন, ২০-২৫ জনের বহিরাগত দল ঢুকে কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তা দেখতে চান। কিন্তু দেখাতে অস্বীকার করলে ওরা হাত থেকে নথিপত্র ছিনিয়ে নেয়। প্রধান শিক্ষকদের দাবি, যারা স্কুলে ঢুকেছিল তাদের কাউকেই তিনি চেনেন না। এমনকি ওরা তাকেও হুমকি দিয়ে চলে যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: