সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

নাগাল্যান্ডের ঘটনার দুঃখ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নাগাল্যান্ডের ঘটনার দুঃখ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নাগাল্যান্ডের অগ্নিগর্ভ চিত্র 

ওয়েব ডেস্ক: নাগাল্যান্ডে ভারতীয় সেনা এবং আসাম রাইফেলসের গুলিতে যে ২০ জন গ্রামবাসী মারা যাওয়ার ঘটনাতে দুঃখ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিয়ে জানান, ভুল বোঝাবুঝির কারণেই নাগাল্যান্ডে সেনার গুলি চলেছিল। তারা (সেনা) জঙ্গি ভেবেছিলো, সেইদিন রাতে অভিযানে ছিলো ২১ জন কমান্ড। ওই দিন কয়লার গাড়িতে আট যাত্রী ছিলো। তার মধ্যে ৬ জন নিহত হয়, বাকি দু'ই জনকে হাসপাতালে সেনারাই নিয়ে যায়। 

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলির ঘটনার পর গ্রামবাসীরা চড়াও হয় আসাম রাইফেলসের উপর সেই সময় সেনারা আত্ম-রক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায়, আর সেই গুলিতে স্থানীয় এক গ্রামবাসী নিহত হন। অমিত শাহ আরও বলেন, এরপর গ্রামবাসীদের হামলায় এক সেনাও নিহত হয় সেখানেই।  

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: