অমিতাভ পুত্রবধূ ঐশ্বর্য রাই |
ওয়েব ডেস্ক: দেশের কর ফাকি দিতেই অমিতাভ পুত্র-বধু ঐশ্বর্য রাই ব্রিটিশ দীপপুঞ্জে পানামাতে অর্থ রেখেছিলেন এমনটাই অভিযোগ এনেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। গতকাল দিল্লীতে ইডির দপ্তরে টানা পাঁচ ঘন্টা জেরা করা হয়েছে। অবশ্য ফের আবার ডাকা হবে কিনা তা এখনও জানা যায়নি। অন্যদিকে জেরা করার একই দিনে সংসদে ঝাঁঝিয়ে উঠলেন ঐশ্বর্য শ্বাশুড়ি তথা সমাজবার্দি পার্টির সাংসদ অমিতাভ স্ত্রী জয়া বচ্চন। জানা যায়, ২০১৭ সাল থেকে এই কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, ঐশ্বর্য কর ফাঁকি দিতেই দেশের বাইরে অর্থ মজুত করত যা ব্রিটিশ দীপপুঞ্জের পানামাতে। এছাড়াও পানামা দীপপুঞ্জের একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। গত ২০০৪ সালে ওই সংস্থা তৈরি হয়। এরপর ২০০৯ সালে ওই সংস্থা ছেড়ে দেন বলে জানা গিয়েছে। হঠাৎ, ২০১৬ সালে আইনি সংস্থা মোসাক ফনসেকারের কিছু নথি চুরি হয়ে যায় পরবর্তীকালে তা সংবাদমাধ্যমে হাতে আসলে প্রকাশ হওয়াতে বিস্ফোরক কিছু তথ্য উঠে আসে যেখানে দেশ-বিদেশের বিশিষ্ট-জনের বেআইনি আর্থিক লেনদন, বেআইনি সম্পদ বিদেশে গচ্ছিত সম্পর্কে। এরপরই শুরু হয় বিতর্ক। কেননা ওই নথিতে অভিনেতা অমিতাভ সহ এমনকি তার পুত্রবধূর নাম দেখা গেছে। এই নথি প্রকাশ্যে আসতেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরিফকে সরে যেতে হয়।
- Published By: BIPRADIP DAS
0 Comments: