ওয়েব ডেস্ক: গত মঙ্গলবার দুর্গাপুরে সিটি সেন্টার লাগোয়া পলাশ ডিহায় একটা ক্লাব আয়োজিত করেছিল 'আদিবাসী মিলন মেলা'। সেই মেলা উদ্ভোবন করেন বীরভূমের কেষ্ট অনুব্রত মন্ডল। সেই অনুষ্ঠানে কেষ্ট বলে ওঠেন, "আমি বিধায়ক,সাংসদ,মন্ত্রী কিছুই নই। আমাকে মমতা বন্ধোপাধ্যায় সাংসদ করতে চেয়েছিলেন। আমি বলেছি দল ছেড়ে দেব। আমার এসবের প্রতি লোভ নেই। আমি সাধারণ মানুষের সাথে থাকতে চাই'। মমতা ব্যানার্জির সাধারণ সৈনিক আমি। উনি যা করতে বলেন আমি শুধু তাই করি।
এছাড়াও বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন,"১৯৮৪ সাল থেকে সিপিএমের চোখ রাঙ্গানই সহ্য করেনি। আর এখনও করব না। একই সঙ্গে বলেন দেউচা কয়লাখনি নিয়ে শিল্প হবার কথা ছিল তার দায়িত্ব সুনিলের উপর দিচ্ছি। এছাড়াও প্রতি ৯ -ই আগষ্ট বিশ্ব আদিবাসি দিবস পালনের নির্দেশ দেন দুর্গাপুর পৌরসভাকে।
- Publsihed By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
বর্ধমান
0 Comments: