অস্থায়ী কর্মীদের বিক্ষোভ হসপিটালে (নিজস্ব ছবি) |
অনিকেত বাউরি: বাঁকুড়া জেলার বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার এর বদলি এবং দুই কলিগের উপর সাসপেনশন এর অর্ডার প্রত্যাহার সহ একাধিক দাবিতে সরব হলো জেলার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা।
প্রসঙ্গত উল্লেখ্য বেশ কিছুদিন ধরে এই সমস্ত কর্মীদের ওপর এসিস্ট্যান্ট সুপার অমানবিক, অশ্লীল আচরণ করেন বলে অভিযোগ। এমনকি তাঁদের দুই কলিগ কে মিথ্যা অভিযোগে সাসপেন্ড করা হয়। মঙ্গলবার হাসপাতালে গেটের সামনে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা অবস্থান বিক্ষোভে শামিল হয়। দীর্ঘ পাঁচবছরের ধরে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি হয়নি,এমারজেন্সী ও ওয়ার্ডের চেঞ্জিং রুমও কেড়ে নেওয়া হয়েছে,কোভিড আবহে মেন বেতন থেকে 4500হাজার টাকা কেটে নেওয়ার প্রতিবাদে তাদের এই কর্মবিরতি। অবশেষে কর্তৃপক্ষ , আন্দোলনকারীরা এবং হসপিটাল পরিচালন সমিতির একটি দ্বিপাক্ষিক আলোচনা হয় এবং সাসপেনশন তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
- Published By: BIPRADIP DAS
0 Comments: