বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

Mamata Announcement: পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে গেলে "বাংলা" ভাষা জানা জরুরি

Mamata Announcement: পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে গেলে "বাংলা" ভাষা জানা জরুরি
মমতার প্রশাসনিক বৈঠক মালদহ জেলাতে

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে বাংলা ভাষা তাকে জানতেই হবে। এমনটা ঘোষণা করলেন মালদা প্রশাসনিক বৈঠক থেকে। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "ভিনরাজ্য থেকে বাংলায় চাকরি করতে আসলে ভাষাগত সমস্যা হয়। তাই যেখানে কারখানা সেখানকার ছেলে-মেয়েদের চাকরি হবে। আমার মনে হয় সব রাজ্যে এটা করা উচিত। যে রাজ্যে ছেলে সেই রাজ্যে অগ্রাধিকার দেওয়া। কেননা কেউ কোনও সমস্যা নিয়ে বিডিও অফিসে গেলে দেখা যায় চিঠিটাই পড়তে পারেনা। সেক্ষেত্রে প্রচুর সমস্যা হয়। তাই তা জানা বাধ্যতামূলক। 
এছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন কিন্তু কেউ ঘোঁট পাকাবেন না" দুয়ারের সরকারের উদ্দেশ্যে বলেন, আগামী নতুন বছরের ১ লা জানুয়ারি থেকে ১০ -ই জানুয়ারি পর্যন্ত দুয়ারের সরকার হবে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে। 
  • Published By: Bipradip Das 

Share This

0 Comments: