বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

Bipin Rawat: তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত এখনও জীবিত, ভর্তি করা হয়েছে হাসপাতালে

Bipin Rawat: তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত এখনও জীবিত, ভর্তি করা হয়েছে হাসপাতালে
ভেঙ্গে পড়েছে হেলিকপ্টার

ওয়েব ডেস্ক: বেলা ১২ টা ৪০ মিনিটে তামিলনাড়্রের কুন্নুরের জঙ্গলে। সেখানেই ভেঙ্গে পড়লো সেনার এমআই-১৭ হেলিকপ্টার। সেনার হেলিকপ্টারে ছিলো ১৫ জন। তার মধ্যে এখন পর্যন্ত খবর ১১ জন মারা গেছেন। হেলিকপ্টারটি দিল্লী থেকে সুলুর যাচ্ছিলো সেনা ঘাটির উদ্দেশ্যে। হঠাৎ আগুন লেগে যায় এবং ভেঙ্গে পড়ে। ওই হেলিকপ্টারে ছিলেন, ভারতীয় সেনা-অধিনায়ক বিপিন রাওয়াত সহ তার স্ত্রী মধুলিকা ও জওয়ান। ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিন রাওয়াতকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী মধুলিকার অবস্থা সংকটজনক। এই ঘটনা প্রসঙ্গে রাজনাথ সিং সংসদে বিবৃতি দেবেন। তবে এহেন দুর্ঘটনাতে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, এটা কি নাশকতা যেহুতু তিন সেনা বাহিনীর প্রধান ছিলো হেলিকপ্টারে নাকি দুর্ঘটনা! ভারতের বায়ুসেনা টুইটারে দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছে। 

  • কেন এই অধিনায়ক বিপিন রাওয়াত, কেন এত গুরুত্ব পূর্ণ ইনি? 
২০১৯ সাল থেকে বিপিন আওয়াত বিশিষ্ট গুরুত্বপূর্ণ পদে বসেছেন। যিনি দেশের সেনা ও বায়ুসেনা এবং নৌসেনার প্রধান। তিন বাহিনীর সাথে সংযোগ স্থাপন করেন এই বিপিন আওয়াত। এরপর বিভিন্ন পরিস্থিতির রিপোর্ট পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তরে। 

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: