সাংসদ অর্জুন সিং কর্মী সম্মেলনে (নিজস্ব ছবি) |
বিশ্বজিৎ নাথ: আসন্ন পুরভোট উপলক্ষে বুধবার বিকেলে ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে শ্যামনগরের ভারতচন্দ্র লাইব্রেরী হলে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিনের কর্মী সম্মেলনে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ তথা বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা ইনচার্জ প্রবাল রাহা, রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, নবনির্বাচিত জেলা সন্দীপ ব্যানার্জি, বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্য কুন্দন সিং, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, জেলার সহ-সভাপতি বিজয় মুখার্জি, সমীর দত্ত, জগদ্দল মন্ডল-২ সভাপতি প্রণব মন্ডল, অখিলেশ সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের কর্মী সম্মেলনে হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, আটটি পুরসভা জেতার জন্য কলা কৌশলী ঠিক করার জন্য আলোচনা সভা হয়েছে। তবে কলকাতার সঙ্গে ব্যারাকপুরের বিস্তর ফারাক। এটা শিল্প অধ্যুষিত এলাকা। এখানে ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়া হবে। এদিন সাংসদের নিদান ছিল, ভোটে জেতার পর বিজেপির কেউ অন্য দলে যেতে পারবে না। তার জন্য মুচলেকা দিয়েই টিকিট দেওয়া হবে। কিন্তু জেতার পর কেউ অন্যদলে গেলে প্রার্থীপদ বাতিল করে দেওয়া হবে। অপরদিকে জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, ভোটের আগে দল ঘুরে দাঁড়াবে। গোষ্ঠীদ্বন্দ বলে কিছুই থাকবে না। মানুষ ভোট দিলে ব্যারাকপুরের সমস্ত পুরবোর্ড বিজেপি গড়বে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: