রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

ফের বিতর্কিত মন্তব্য বিধায়ক হুমায়ন কবীরের, ভরতপুরের ওসিকে সরাসরি হুমকি!

ভরতপুরের ওসিকে সরাসরি হুমকি বিধায়ক হুমায়ূন কবীরের
বিধায়ক হুমায়ন কবীর

ওয়েব ডেস্ক: এবার সরাসরি থানাইয় ক্ষমতা প্রদর্শন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ন কবীরের। দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার তৃণমূল দলের প্রতিষ্ঠা দিবস কীভাবে উদযাপন করা যায় তা নিয়ে একটি কর্মী-বৈঠক ডাকে। ওই বৈঠকে এহেন বিতর্কিত মন্তব্য করেছেন। ইতিমধ্যে তার এই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিধায়ক হুমায়ন কবীর বলছেন, এই এলাকায় ওসির(রাজু মুখার্জি) থাকতে ইচ্ছা হলে দালালি বন্ধ করতে হবে। নাহলে আমি আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওই থানা এলাকায় এমন পরিস্থিতি সৃষ্টি করব যেন ওসি বদলি নিতে বাধ্য হয়। তখন বলবে আমি ভাঁটপাড়ায় ছিলাম ভালোই ছিলাম। আরও বলেন, "আমি থানায় টেবিলে পা তুলে বসব! তখন ওসি বুঝবে হুমায়ন কি জিনিস! আমি ঝগড়া করতে ভালোবাসি না, তবে কেউ পা এর উপর পা দিয়ে ঝগড়া করতে আসে তাহলে আমি দায়ী নই, রাজ্য নেতৃত্ব আলাদা করে কোনো নির্দেশ না দিলে আমি দল বিরোধী কাজে যারা যুক্ত ছিলো তাদের কোনো কথা শুনব না। আমি ভরতপুরের বিধায়ক, আমিই শেষ কথা বলব"।

এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক হুমায়ন কবীর নিজস্ব বিবৃতি দিয়ে জানিয়েছেন, "আমার মন্তব্যকে ভুল ভাবে ব্যাখা দেওয়া হয়েছে। আমি বলতে চেয়েছি, দল বিরোধী কাজে যারা যুক্ত ছিল বিধানসভা ভোটের সময় তাদের পক্ষপাতিত্ব করেছে ভরতপুরের থানার ওসি, কিন্তু আমরা অনেক আগেই দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনেক আগেই প্রস্তুতি নিয়ে অনুমতি চেয়েছিলাম কিন্তু সেই অনুমতি না দিয়ে অন্যকে অনুমতি দিয়েছে ওসি"। আমি এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি, যারা আমার এই ভিডিও ভাইরাল করেছে তারা আমাদের দলের কর্মী। আমি এরপর থেকে আমার কোনো মিটিং-এ কাউকে মোবাইল নিয়ে ঢূকতে দেবনা"।  

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: