বামদিকে ইভিএম মেশিন, ডানদিকে গৌরব দাস (সংগ্রহীত ছবি) |
কলকাতা, ২২ ডিসেম্বর: কলকাতা পুরভোটে একাধিক বিক্ষিপ্ত ঘটনা ঘটতে দেখা গেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলো কলকাতা পৌরসভার ১৮ নং ওয়ার্ডের একটি বুথে এক যুবক ঢুকে ইভিএম মেশিনে একাধিক বার বোতাম টিপতে দেখা গেছিল। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা যায়, এই ছবি টুইটারে পোস্ট করে রিগিং এর অভিযোগ তুলেছিল বিজেপি নেতা অমিত মাল্যবও। ওই যুবকের নাম গৌরব দাস। বুধবার বড়তলা থানার পুলিশ গৌরব দাসকে গেপ্তার করেছে। জানা যায়, তার বাড়ি কলকাতার অরবিন্দ সরণিতে। বয়স বর্তমানে ৩৩। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীর নামের পাশে থাকা বোতাম একাধিক বার টিপছে যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট। ইতিমধ্যে, পুলিশ গৌরবের নামে ৪২০ (প্রতরণা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৭১এফ (নির্বাচনে প্রভাব খাটানো) ধারাতে মামলা করা হয়েছে।
- Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: