সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

Covid-Vaccine: আগামী ৩ তারিখ থেকে ছোটোরা ভ্যাক্সিন নিতে পারবে, জানুন কি কি নথি প্রয়োজন দেখুন!

children-can-register-for-vaccine-from-january-1
বাচাদের ভ্যাক্সিন প্রদান (ফাইল ছবি)

ওয়েব ডেস্ক: এবার ছোটোরাও পারবে করোনার ভ্যাক্সিন নিতে। সোমবার এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ঘোষণা অনুযায়ী ১৫ থেকে ১৮ বয়সী ছেলে-মেয়েরা আগামী ৩-রা জানুয়ারি থেকে ভ্যাক্সিনের জন্য নাম নথিভুক্ত করতে পারবে। কো-উইন প্রধান চিকিৎসক আরএস শর্মা জানিয়েছেন, যেসব শিশুদের আধার কাড নেই , তারা তাদের স্কুলের আইডেন্টি কার্ড দিয়ে CO-WIN অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবে। ইতিমধ্যে ভারতে কম-বয়সীদের জন্য দু'ধরণের টিকার কথা জানিয়েছে। (১). ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (২). জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডি। তবে, সিরাম ইন্সটিউটের নোভাভ্যাক্সককে এখন পর্যন্ত পরীক্ষামূলক ভাবে রয়েছে। এই নোভাভ্যাক্সক টিকা ৭-১১ বয়সীরা নিতে পারবে বলে জানিয়েছে। তবে কোভ্যাক্সিনের ফর্মুলা বদলানো হয়নি।  

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: