বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

Omicron: ওমিক্রন নিয়ে রাজ্যে বাড়ছে উদ্বেগ, স্কুল-কলেজ ফের বন্ধ হবার সম্ভবনা

ওমিক্রন নিয়ে রাজ্যে বাড়ছে উদ্বেগ, স্কুল-কলেজ ফের বন্ধ হবার সম্ভবনা
গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ওয়েব ডেস্ক: ফের ওমিক্রন নিয়ে রাজ্যে বাড়ছে উদ্বেগ। দেশে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮১ জন। রাজ্যেও ওমিক্রনের পাশাপাশি বেড়েছে করোনার ফের দাপট। সাংসদ ড্রারেক ও ব্রায়েন সহ সৌরভ গাংগুলি পর্যন্ত করোনার আক্রান্ত। বাংলার মুখ্যমন্ত্রী এখন বর্তমানে গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে আছেন। সেখান থেকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদীকে নির্দেশ দিয়ে বলেন, "বর্তমান পরিস্থিতিতে কেমন সিধান্ত নেওয়া উচিত তা নিয়ে শীঘ্রই ভাবনা-চিন্তা শুরু করুন। জানা যায়, আগামী ৩ -রা জানুয়ারি থেকেই নতুন সিদ্ধান্ত নিতে পারে রাজ্য-সরকার। জানুয়ারি মাস থেকে ফের রাজ্যজুড়ে কনটেইনমেন্ট চালু হবে। ওমিক্রন যেভাবে এগিয়ে আসছে তাতে স্কুল-কলেজ খোলা রাখা হবে কিনা তা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য। ইতি মধ্যে আমেরিকা-ব্রিটেন ওমিক্রনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতের দিল্লী সহ অন্য রাজ্যগুলিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন,"৫০ শতাংশ লোক নিয়ে কাজ করতে হবে। পুর ভিত্তিক কনটেইনমেন্ট জোন চালু করতে হবে। ওমিক্রনের জন্য কোনো রকম সামাজিক বিধি নিষেধ লঘু করা যাবেনা। 

নিউজ ভারত বাংলা মানেই- TRP নয়,
নিউজ ভারত বাংলা মানেই- সত্যের সন্ধানে অবিচল,
নিউজ ভারত বাংলা মানেই- সীমানা পেড়িয়ে খবরের সন্ধানে থাকে,
সত্যের সন্ধানে আমরা, না এদিক! না ওদিক!
সবসময় থাকি নিরপেক্ষ! শুধুমাত্র আপনার কাছেই দায়বদ্ধ আমরা।।

Also, Watch ►
Bengali News Updates ► https://www.newsbharatbangla.com
Facebook Page Live Show ► https://www.facebook.com/newsbharatba...

You can stay connected with News Bharat Bangla Patrika on -

Facebook - https://www.facebook.com/newsbharatba...
Follow us on Twitter - https://twitter.com/newsbharatbangla
Official Website - https://www.newsbharatbangla.com" />

  • Published By: BIPRADIP DAS  


Share This

0 Comments: