বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

Mamata Banerjee: আমরা স্কুল-কলেজ রিভিউ করে দেখছি! এখনিই বন্ধ হবেনা স্কুল-কলেজ: গঙ্গাসাগরে মমতার ঘোষণা

এখনিই বন্ধ হবেনা স্কুল-কলেজ: গঙ্গাসাগরে মমতার ঘোষণা
ছবি: গঙ্গাসাগরে মমতা ব্যানার্জির ঘোষণা 

ওয়েব ডেস্ক: রাজ্যে যেভাবে করোনা মাথাচাড়া দিচ্ছে তা ভাবনার বিষয়। কয়েকদিন আগেই বড়োদিন গেছে। পার্কস্ট্রিটে ধুমধাম ভাবে পালিত হয়। কিন্তু করোনাকে তোয়াক্কা না করেই কলকাতার রাজপথে এবারে ভিড় ছিল দেখার মতো। বাংলার মুখ্যমন্ত্রী বর্তমানে গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গেছেন। সেখানে গিয়ে তিনি ওমিক্রনের বিরুদ্ধে লড়ার জন্য মুখ্যসচিবকে নতুন কিছু চিন্তাভাবনার করার নির্দেশ দেন। পাশাপাশি বলেন, "স্কুল-কলেজ নিয়েও আমরা ভাবব"। আর এতেই পড়ে যায় শোরগোল। আজ প্রশাসনিক বৈঠকে একটি সংবাদপত্রের নাম উল্লেখ করে বলেন,"ওই সংবাদপত্রে হেডলাইনে ছিল স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার, কিন্তু আমি একথা এখনও বলেনি। আপনার ভুল খবর ছড়াবেন না"। পাশাপাশি এও বলেন, "আমরা রিভিউ করে দেখছি স্কুল-কলেজের কি অবস্থা! স্কুল-কলেজ দিয়ে কোনো ওমিক্রন আক্রান্ত পাওয়া যাচ্ছে কিনা? তা তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা সর্বদিক পর্যালোচনা করে দেখব, কলকাতা শহরতলি একটি জনবহূল শহর, চারিদিকের আন্তজার্তিক বিমানবন্দর যুক্ত আছে, বিমানবন্দরে একজন ওমিক্রন আক্রান্ত কেউ এসে থাকলে তা বিমানবন্দর সহ কলকাতা জুড়ে একটা স্বাভাবিক সম্ভবনা তৈরি করে। এগুলো তো আমি মনে করি, কেন্দ্রের দেখা দরকার, কোন কান্ট্রি থেকে আসছে?"।

আরও পড়ুন, কাশ্মীরে সেনা বড়সড় সাফাল্য, নিকেশ ২ পাকিস্তানি জঙ্গি

কিন্তু গঙ্গাসাগর মেলা বন্ধ হবে কিনা তা নিয়ে প্রশ্ন করতেই উত্তরে বলেন,"এটা তো জনগণের, আমি আটকাব কিভাবে? এখন উত্তরপ্রদেশ বা বিহার থেকে যদি কেউ গঙ্গাসাগরে আসেন তাহলে তাকে বাঁধা দিতে পারেন না। হ্যাঁ তবে তাকে কোভিড প্রোটোকল মানতে হবে"।  

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: