কংগ্রেসের জয়ী প্রার্থী সন্তোষ পাঠক (নিজস্ব ছবি) |
বিশ্বজিৎ নাথ: প্রশাসনের শত বাঁধা সত্ত্বেও তার জিত হয়েছে। মঙ্গলবার পুরসভা ভোটের ফল ঘোষণা হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ৪৫ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। ১৯৫৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, নির্বাচনে এমন তান্ডব জীবনে কখনও দেখিনি। নির্বাচনের আগের দিন পুলিশ ২০ জন দলীয় কর্মীকে গ্ৰেপ্তার করেছে। তাকে ভোট দিলে পুলিশ দেখে নেবার হুমকিও দিয়েছে। তবুও ওয়ার্ডের মানুষ তার ওপর আস্থা রেখেছেন। এই জয় তিনি ওয়ার্ডের বাসিন্দাদের উৎসর্গ করতে চান জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক।
- Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: