মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

রাজস্থানে ওমিক্রনের আক্রান্ত ব্যাক্তির দেহে করোনা মেলেনি, বিষয়টি নিয়ে চিন্তায় রাজ্য স্বাস্থ্য দফতর

Corona did not match the body of a person infected with Omicron in Rajasthan
ওমিক্রনের আক্রান্ত ব্যাক্তি (ফাইল ছবি)

ওয়েব ডেস্ক: রাজস্থানের জয়পুরের যে ৯ জনের দেহে ওমিক্রন পাওয়া গিয়েছে তাদের দেহে কোভীডের কোনো উপসর্গ নেই। এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওই রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক নরোত্তম শর্মা সংবাদ-মাধ্যমকে জানান, ওই ৯ জনের দেহে ওমিক্রন আছে ঠিকই কিন্তু করোনার কোনো হদিশ নেই। এটা খুবই ভাবার বিষয়!, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাদের কনট্যাক্ট ট্রেসিং-ও করা হচ্ছে। উল্লেখ্য, গত রবিবার ৩৪ জন দক্ষিন আফ্রিকা থেকে ভারতে ফিরেছেন। বিমানবন্দরে তাদের দেহের পরীক্ষার জন্য "জিনোম সিয়েন্সিং"- সংগ্রহ করা নেওয়া হয়েছে। দেখা গিয়েছে ৩৪ জনের মধ্যে ওমিক্রনে আক্রান্ত ৯ জন, ভারতবর্ষে প্রথম করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল কর্নাটক রাজ্যে। 

জানা গিয়েছিল, যে দু'ই জনের দেহে সংক্রমণ ধরা পড়েছিল ওমিক্রন। তিনি সম্প্রতি দক্ষিন আফ্রিকা থেকেই ভারতে এসেছিলেন। কর্ণাটকে দুই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। এরপর গুজরাট ও দিল্লীতেও ওমিক্রনের সন্ধান পাওয়া যায়। দিল্লীর ঘটনার প্রসঙ্গে জানা যায়, দিল্লীতে আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন। ইতি মধ্যে বহু দেশ সীমান্ত বন্ধ করে দেওয়া সহ ভারত সরকার ইতি মধ্যেই বিভিন্ন দেশের সাথে আন্তজাতিক বিমানবন্দর পরিষেবা বন্ধ করে দেওয়ার প্রকিয়া শুরু করেছে সরকার।

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: