বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

করোনার আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত স্থিতিশীল

corona-sufferer-sourav-ganguly-is-currently-stable
সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত স্থিতিশীল

বিশ্বজিৎ নাথ: করোনায় আক্রান্ত বি.সি.সি.আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতেই করোনা পজিটিভ নিয়ে তিনি ভর্তি হন উডল্যান্স হাসপাতালে। ওইদিন রাতেই তাকে ককটেল এন্টিবডির ডোজ দেওয়া হয়েছে। চারজনের মেডিকেল টিম গঠন করে সৌরভের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, করোনার মৃদু উপসর্গ নিয়ে সৌরভ ভর্তি হয়েছেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল। সৌরভের নমুনা জিনোম সিকোয়েন্সিং করা হবে। তবে এখন পর্যন্ত জানা গিয়েছে, কাশি নেই তবে সর্দি আছে। যেহুতু সর্দি আছে তাই মাঝে-মাঝে স্টিম দেওয়া হচ্ছে। কাশি না থাকার কারণে সিটি স্ক্যান করা হবেনা বলে হাসপাতাল সূত্রের খবর। এখন তিনি খাবার খাচ্ছেন, কথাও বলছেন। হাসপাতালে তৈরি মেডিকেল টিম জানিয়েছে, আগামী বুধবার তার শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মেডিকেল বোর্ডে রয়েছেন,"সরোজ মন্ডল, সপ্তর্ষি বসু সহ সৌপ্তিক পন্ডা ও দেবি শেঠি এবং আফতাব খান। এখন পর্যন্ত  মেয়ে সানা ও ডোনা নিরাপদেই আছেন। তাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
.
  • Published By: BIPRADIP DAS  

Share This

0 Comments: