বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

Weather Update: বাংলার দিকে ধেয়ে আসছে "জাওয়াদ"

Weather Update: বাংলার দিকে ধেয়ে আসছে "জাওয়াদ"
ধেয়ে আসছে "জাওয়াদ" ঘূর্ণিঝড়

ওয়েব ডেস্ক: ইদানিং দক্ষিণ-‌পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্মচাপ সৃষ্টি হয়েছে, যা নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরের। জানা যায়, আগামী শনিবার সকালে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে অন্ধ্র-‌ওড়িশা উপকূলে। ঝড়ের নাম দেওয়া হয়েছে "জাওয়াদ।" এদিকে এই বাংলার একাধিক জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফলস্বরুপ, ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, দুই পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়া জেলাতে। আবার রবিবার থেকে ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাত শুরু হবে, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও মালদায়।

agarbati-bussiness

Published By: Bipradip Das 


Share This

0 Comments: