বরগুনাগামী লঞ্চে বিধ্বংসী আগুন (নিজস্ব চিত্র) |
রবিউল ইসলাম, বাংলাদেশ: বাংলাদেশের ঢাকা থেকে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ নামক যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, আগুন সম্ভবত ইঞ্জিন রুম থেকেই লেগেছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে লাশের সংখ্যা। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৬৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বাংলাদেশের ফায়ার বিগ্রেড সূত্রে খবর। লঞ্চে ছিল শতাধিক যাত্রী। ইতিমধ্যে আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা কানম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃতদের নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বরগুনা জেলা প্রশাসক জোহর আলী। তিনি বলেন, এ ঘটনায় লঞ্চ কর্মকর্তাদের কোন ধরনের গাফিলতি থাকলে তা আইনের আওতায় আনা হবে। তবে এখন পর্যন্ত লঞ্চের কোন কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
যাত্রীরা জানিয়েছেন, অনেকেই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যাত্রীদের ধারণা হতাহতের সংখ্যা অনেক। বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া জানিয়েছেন, আগুন ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। যাত্রীরা অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে পেরেছেন। অনেকে হয়তো পারেননি।
- Published By: BIPRADIP DAS
0 Comments: