রাজ্য জুড়ে শীতের আমেজ |
ওয়েব ডেস্ক: গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে কাপাচ্ছে কনকনে শীত! প্রতিটি জেলাতেই তাপনাত্রা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যে তাপমাত্রা বেড়েছে আগের তুলনায়। এদিন কলকাতার তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা থাকে ১৫ ডিগ্রির কাছাকাছি। আহাওয়া অফিস জানিয়েছে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা যাবে। পশ্চিমী জঞ্ঝার প্রভাবে উত্তরের কনকন ঠান্ডা হাওয়ার দাপট বন্ধ হবে। তবে এবারের বড়োদিনে আগের তুলনায় তেমন একটা শীত থাকবেনা বলেই সংবাদ। তবে ঘূর্ণাবাত হবে বাংলাদেশে ও ভারতের সিকিমের উচু স্থানে তুষারপাতের সম্ভবনা রয়েছে।
- Published By: BIPRADIP DAS
Categories:
আবহাওয়ার পূর্বাভাস
0 Comments: