বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

বিপিন রাওয়াতের MI-17 হেলিকপ্টার কেমন মজবুত ছিলো? কতটা ছিলো অত্যাধুনিকতা

বিপিন রাওয়াতের MI-17 হেলিকপ্টার কেমন মজবুত ছিলো? কতটা ছিলো অত্যাধুনিকতা
MI-17 হেলিকপ্টার

ওয়েব ডেস্ক: হেলিকপ্টারটি রওনা দিয়েছিলো দিল্লী থেকে। যাওয়ার উদ্দেশ্য ছিল ওয়েলিংটনের সেনা ঘাটি। হেলিকপ্টারের মধ্যে ছিলেন, ভারতে তিন সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত এবং স্ত্রী মধুলিকা ও ব্যাক্তিগত নিরাপত্তারক্ষীরা মিলিয়ে মোট ১৪ জন। 

রাশিয়া তৈরি করেছিলো এই MI-17 হেলিকপ্টার। কতটা মজবুত এই হেলিকপ্টারটি 

  1.  এই হেলিকপ্টারটি মূলত সেনাদের অস্ত্র ও সামরিক জিনিসপত্র বহনে সক্ষম। 
  2. এছাড়াও, হেলিকপ্টারটি বিশেষত, মাল ঝুলিয়েও আনতে পারে। 
  3. যেখানে পাইলট বসে সেটা পুরোটা কাচের অথাৎ কাচের ককপিট যা মাল্টি ফাংশন ডিসপ্লে। সেখানে রাতের বেলায় নাইট ভিশন সিস্টেম রয়েছে।
  4. আগাম বিপদ সঙ্কেত পাঠানোর ব্যবস্থা রয়েছে। 
  5. মাটিতে থাকা বস্তুতে উপর দিয়ে সহজেই আঘাত হানতে পারে। 
  6. এই হেলিকপ্টারটি সব ধরণের আবহাওয়াতেই উড়তে সক্ষম। 
  7. মূলত এমন চপারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সওয়ার করে থাকেন। 
  8. ৩৬ জন সশস্ত্র সেনাদের এই চপার বহন করতে সক্ষম। 
  9.  ৫৮০ কিলোমিটার উড়তে সক্ষম MI-17 অত্যাধুনিক সেনা-হেলিকপ্টারটি। 
  10. হেলিকপ্টারে রাডার ও অটোপাইলট সিস্টেম রয়েছে। 
    বিপিন রাওয়াতের MI-17 হেলিকপ্টার কেমন মজবুত ছিলো? কতটা ছিলো অত্যাধুনিকতা
    অগ্নিদগ্ধ অবস্থায় MI-17 হেলিকপ্টার
  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: