হলদিয়া তেল শোধনগার কারখানায় অগ্নিকান্ড |
ওয়েব ডেস্ক: মঙ্গলবার দুপুরে হলদিয়ার একটি তেল শোধনগার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। জানা যায়, আগুন লেগেছে কারখানার একটি টাওয়ারে। ঘটনাস্থলে আহত হয়েছেন ৫০ জন কর্মী। আগুনে ঝলসে মারা গেছেন ৩ জন। তাদের দ্রুত উদ্ধার করে তেল শোধনগারের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত আগুন নেভাতে সাথে সাথে পৌঁছে যায় দমকল বিভাগের বাহিনী। জানা গিয়েছে, ইতিমধ্যে আহতদের মধ্যে ১৬ জনকে গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় আনা হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, দুপুর দু'টো নাগাদ তেল শোধনগার কারখানায় টাওয়ারে আগুন লাগে সেখানে কয়েকজন কর্মী কর্মরত অবস্থায় ছিলেন। ঘটনাস্থলে তৈল কিছু পদার্থ থাকায় আগুন বিধংসী রুপ নেয়। আর তাতেই ছড়িয়ে পড়ে আগুন। কারখানার কর্তৃপক্ষ ঘটনাস্থল স্বাভাবিক অবস্থায় ফেরাতে তৎপর হন।
- Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: