মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

হঠাৎ চলন্ত বাসে আগুন নৈহাটিতে, প্রাণভয়ে বাস থেকে লাফ যাত্রীদের

fire-broke-out-in-a-moving-bus-in-naihati
নৈহাটিতে চলন্ত বাসে আগুন

বিশ্বজিৎ নাথ: চলন্ত বাসে আগুন নৈহাটিতে। প্রাণভয়ে বাস থেকে লাফ মেরে চম্পট দিল ওই বাসের চালক ও খালাসি। নৈহাটির ঘোষপাড়া রোডের রাজবন্দি গড় মোড়ে সোমবার মধ্য রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালিশহরের দিক থেকে নৈহাটিগামী খালি বাসটি আচমকা দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন রাস্তাঘাট শুনশান ছিল। আগুন লাগতেই বাস ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। যদিও আগুনে বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া একটি প্রখ্যাত ইলেকট্রনিক শোরুমের মিনি ট্রাকের সামনের অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে বাসটিতে আগুন লাগলো, তা জানা যায়নি।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: