সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

Cyclone Bengal: জাওয়াদের প্রভাবে ঘোলা থানা এখন জলমগ্ন

Cyclone Bengal: জাওয়াদের প্রভাবে ঘোলা থানা এখন জলমগ্ন
জলমগ্ন ঘোলা পুলিশ থানা


বিশ্বজিৎ নাথ: ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলাতে অঝোরে বৃষ্টি হচ্ছে। অবিরাম বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ঘোলা থানা। বড্ড অসহায় থানার পুলিশ কর্মীরা। ঘোলা থানার মধ্যে জল জমে যাওয়ায় রীতিমতো ইট পেতে এবং গামবুট পড়ে কাজ করতে হচ্ছে পুলিশ অফিসারদের।  তাছাড়া লাগাতার বর্ষনে পানিহাটি পুরসভার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। জলমগ্ন দশা প্রসঙ্গে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ নিম্নচাপে পরিণত হওয়ায় একনাগাড়ে প্রচন্ড হচ্ছে। তার জেরে পানিহাটির বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। পাম্প দিয়ে জমাজল নামানো হবে।
  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: