শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

ফের ক্রীড়া জগতে নক্ষত্র পতন! পানিহাটিতে প্রয়াত কিংবদন্তী গোলরক্ষক সনৎ শেঠ

goalkeeper-sanath-seth-passes-away
বিধায়ক নির্মল ঘোষ সমবেদনা জানাতে এসেছেন (নিজস্ব ছবি)

বিশ্বজিৎ নাথ: ক্রীড়া জগতে নক্ষত্র পতন। শুক্রবার সকাল ১০-৪০ নাগাদ নিজের পানিহাটির বাড়িতে প্রয়াত হলেন কিংবদন্তী গোলরক্ষক সনৎ শেঠ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত কারনে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পানিহাটি টি এন ব্যানার্জি রোড-সহ গোটা ক্রীড়ামহলে। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি দল মৃতদেহতে ক্লাবের পতাকায় জড়িয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন। মৃতের পরিবারকে সমবেদনা জানালেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ থেকে  শুরু করে পানিহাটির মুখ্য পুর প্রশাসক মলয় রায়-সহ অগণিত ক্রীড়াপ্রেমী। এদিন বিকেলে পানিহাটি শ্মশান ঘাটে তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হয়। জানা গিয়েছে, ১৯৪৯ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত টানা কুড়ি বছর কলকাতা ময়দানে তিনি চুটিয়ে খেলেছিলেন। ইস্টার্ন রেলওয়ে থেকে শুরু করে এরিয়ান, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়ে গোলকিপিং করেছেন। একসময় তাকে বলা হত,"ময়দানের বাজপাখি"। তারই মাঝে খেলেছেন বাংলা ও দেশের হয়ে। ১৯৫৪ সালে ম্যানিলা এশিয়ান গেমসে ভারতীয় দলে থাকলেও, প্রথম একাদশে তাঁর সুযোগ মেলেনি। তবে তিনি ১৯৫৫ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন। ১৯৬৮ সালে ইস্টবেঙ্গল ক্লাব থেকেই তিনি কলকাতা ময়দানকে বিদায় জানিয়েছিলেন।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: