নিজস্ব গ্রাফিক্স,মোদীর সুশাসন রিপোর্ট প্রতিকি |
ওয়েব ডেস্ক: আজ ২৬ -শে ডিসেম্বর। মোদীর 'সুশাসন দিবস' আজ। সেই উপলক্ষে আজ এক রিপোর্ট বার করেছে। যে রিপোর্টে(২০২০-২১) উল্লেখ থাকবে কোন রাজ্য কেমন শাসন চালায় বা রাজ্যে কেমন শাসনকার্য। রিপোর্টের তালিকায় রয়েছে গুজরাট রাজ্য শীর্ষে সুশাসনের প্রশ্নে! আর পশ্চিমবঙ্গ রয়েছে শেষে। যদিও তৃণমূল এবং কংগ্রেস দুই দলই একে মনগড়া তালিকা হিসেবেই চিহ্নিত করেছে। তবে বিহার ও ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ রাজ্যের তুলনায় এগিয়ে।
আজ বিজ্ঞান-ভবনে 'সুশাসন দিবস' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "মোদী সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা জনতার চোখে ভাল দেখায়! আমাদের সরকার এমন সিদ্ধান্ত নেয় যা জনতার উপকারে আসে"। এদিকে উত্তরপ্রদেশে সামনেই বিধানসভা ভোট। রাজ্য দলেও তেমন সুবিধা নেই বরং সেই দিক তাকিয়েই "কৃষি আইন" প্রত্যাহার করতে বাধ্য হয়েছে মোদী সরকার। যদিও কানাখুশো বিজেপি নিচুতলায় নেতারা স্বীকার করেছেন, "এই কৃষি আইন" আগেই মোদী সরকারের তুলে নেওয়া উচিত ছিলো। উল্লেখ, গতবারের চেয়ে এবার গোঁয়া ২৪.৭ শতাংশ এগিয়ে। ঘটনা প্রসঙ্গে, রাজ্যসভার তৃণমূলের সাংসদ সুখেন্দুসিং বলেন, "এ হলো তৃণমূলের মনগড়া রিপোর্ট! সামনে উত্তরপ্রদেশে ও অননয় রাজ্যে ভোট তাই বিজেপি শাসিত রাজ্য গুলোকে তালিকায় শীর্ষে রেখেছে, মনে রাখতে হবে কিন্তু আমাদের বাংলাই কদিন শিক্ষা-ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থান হয়েছে"।
- Published By: BIPRADIP DAS
0 Comments: