বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

Barrackpore: হেলমেটহীন বাইক আরোহীদের গোলাপ ফুল উপহার দিয়ে সচেতনতার বার্তা পুলিশের

helmet-bike-messages-of-awareness-of-awareness-with-rose-flower-gifts
ডানলপ সাব ট্রাফিক গার্ড (নিজস্ব ছবি)

বিশ্বজিৎ নাথ: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ডানলপ সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হল 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি।  বৃহস্পতিবার বিটি রোডের বেলঘড়িয়া রথতলা মোড়ে চেকিংয়ের মাধ্যমে হেলমেটহীন বাইক আরোহীদের আটকায় ডানলপ সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। তারপর হেলমেটহীন বাইক আরোহীদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। পাশাপাশি হেলমেটহীন বাইক আরোহীদের সচেতনতায় তাদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে হাজির ছিলেন বেলঘড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রতন চক্রবর্তী, জেলা ট্রাফিক ইনস্পেক্টর সারোদা শংকর মুখোপাধ্যায়, ডানলপ সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত অধিকারিক রামপ্রসাদ মন্ডল-সহ  বেলঘড়িয়া যতীন দাস হাই স্কুলের এনসিসি ছাত্ররা। জানা গিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: