মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

গারুলিয়া: পুজোর ব্যানারে নামের পাশে পৌর-প্রশাসক পদাধিকার বসানো নিয়ে তীব্র বিতর্ক

in-garulia-there-is-a-controversy-over-the-placement-of-the-post-of-municipal-administrator-next-to-the-name-of-pujo
 চিত্র: বিতর্কের সৃষ্টিকারী ব্যানার

বিশ্বজিৎ নাথ: শ্যামনগরে পৌষ কালী পুজোর ব্যানার ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। গারুলিয়া পৌরসভার ১ এক নম্বর ওয়ার্ডের শ্যামনগর ফিডার রোড এলাকায় প্রতি বছর পৌষ কালী পুজো হয়ে বিদায়ী পুরমাতা অনন্যা সাহার স্বামী সমীরেন্দ্র কৃষ্ণ সাহার উদ্যগে। কিন্তু সেই পুজোর ব্যানারে অনন্যা সাহা নামের পাশে পৌর প্রশাসক পদাধিকার বসানো হয়েছে। এতেই ক্ষুব্ধ শাসকদলের একাংশ। গারুলিয়া পৌরসভার বর্তমান পৌর প্রশাসক রমেন দাস জানান,   ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল, তা জানিনা। তবে এতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিষয়টি জেলা সভাপতি ও বিধায়িকাকে জানানো হবে। অপরদিকে গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত বলেন, পুজোর ব্যানারে পুর প্রশাসক লেখাটা সম্পূর্ণ অন্যায় হয়েছে। উনি পুর প্রশাসক মন্ডলীর সদস্যা লিখতে পারতেন।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: