ওয়েব ডেস্ক: গত বৃহঃস্পতি বার কলকাতা হাইকোর্টে পুর-ভোট সংক্রান্ত মামলার সময় হাওয়া-বালি পৌরসভা ভোট অনিশ্চয়তা বিষয় ওঠে। হঠাৎ রাজ্যের উকিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রীবাস্তবের বেঞ্চে বলেন, রাজ্যপাল 'দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল- ২০২১' বিলে সই করেন। কিন্তু এদিকে রাজ্যপাল বলেন, ওই বিলে এখনও সই করেন। আবার, পরদিন শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে দেখা করলে, রাজ্যপাল ফের শুভেন্দুকে বলেন এখনও সই করেনি বিলে। এরপর রাজ্যপাল টুইটারে টুইট করে জানিয়ে দেন,"এখনও সই করেননি ওই বিলে"।
- Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: